ব্যবস্থাপনা পরিচালকের বাণী
আমদের
শিক্ষা ব্যবস্থায় আধুনিক পরিবর্তন সাধিত হয়েছে বেশিদিন হয়নি। প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠান সে আলোকে অবকাঠামোগত পরিবর্তন এনেছে কিন্তু এর সুফল কম প্রতিষ্ঠানই পেয়েছে। তার কারণ হলো শিক্ষার আধুনিকায়নের এ দারা বাড়াকে আত্মস্থ করে তার আলোকে কার্যকর ব্যবস্থা গ্রহণের অভাব। ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদ অত্যন্ত সতর্কভাবে শিক্ষাপদ্ধতির সাথে শিক্ষকদের সেতুবন্ধন তৈরি করে এর সুফল শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে। তাই আমরা গর্ব করে বলতে পারি ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষা বিস্তারে এক এবং অদ্বিতীয়। সিলেবাসগত শিক্ষার বাইরে সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে একজন শিক্ষার্থীকে মেধার পাশাপাশি মানসিক বিকাশের সুযোগ দেওয়া হচ্ছে।
এতে করে তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হবে এবং দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে পারবে। এভাবেই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য সাধিত হয়। এভাবেই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য সাধিত হয়। আমরা আপনাদের সুন্দর পরামর্শ ও সহযোগিতা সাদরে গ্রহণ করব।
মোঃ
কামরুল হক
ফাউন্ডার
মেম্বার ও ম্যানেজিং ডিরেক্টর