অধ্যক্ষ মহোদয়ের বাণী
শিক্ষা একটি জাতির আশা-আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপায়িত করে, আদর্শ বিশ্বাসের অভিব্যক্তি ঘটায়, মূল্যবোধকে শাণিত করে। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না। শিক্ষার এই আলোকবর্তিকা নিয়ে ২০০৪ সালে প্রতিষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ শিক্ষাদানে বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে।
একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ হচ্ছে Globalization এবং প্রযুক্তি নির্ভর শিক্ষা। এই চ্যালেঞ্জে টিকে থাকতে হলে তথ্য ও প্রযুক্তি নির্ভর শিক্ষার কোন বিকল্প নেই। প্রত্যেক শিক্ষার্থীকে সময়োপযোগী শিক্ষা প্রদানে আমরা বদ্ধপরিকর। তাই শিক্ষার্থী, শিক্ষক, পরিচালনা পর্ষদের সমন্বিত প্রচেষ্টাইয় মানসম্মত শিক্ষা প্রদান অব্যাহত আছে। অব্যাহত যাত্রায় আপনাদের সহযোগিতা ও পরামর্শ প্রত্যাশা করি।|
মোঃ শরিফুল ইসলাম
অধ্যক্ষ